webki ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web) বা WWW বা W3 মূলতঃ ওয়েব নামে পরিচিত যার মাধ্যমে আমরা বিশ্বের যে কোন যায়গায় তথ্য আদান প্রদান করতে পারি। ইন্টারনেট এ সংযুক্ত কম্পিউটারগুলো ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওয়েব সারভারে সংরক্ষিত তথ্যগুলো ব্রাউজ করা (পড়া, দেখা ও শোনা) যায়। আরেকভাবে বলা যায়ঃ

  • ১. ওয়েব হলো ওয়েবে যুক্ত পৃথিবীর সব কম্পিউটারের নেটওয়ার্ক।
  • ২. ওয়েবে যুক্ত কম্পিউটারগুলো একে অন্যের সাথে তথ্য আদান প্রদান ও যোগাযোগ করতে পারে।
  • ৩. ওয়েবে যুক্ত কম্পিউটারগুলো HTTP প্রোটোকল ব্যবহার করে।